রাজশাহীতে শিক্ষক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৩:৪৬; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:০৯
 
                                ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে মিলিত হয়।
প্রথমবারের মত দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদের ন্যূনতম সমস্যাগুলো মূল্যায়নসহ সত্যিকার অর্থে শিক্ষকদের হাত ধরে শিক্ষাব্যবস্থার রূপান্তর হচ্ছে না বলে উল্লেখ করেন।

-2021-05-07-18-31-57.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: