রাজশাহী জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ১৮:৩৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৪:০১

সংগ্রীহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী বলেছেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্য দিকে শীতের তীব্রতা সব মিলিয়ে সাধারণ মানুষ সস্তিতে নেই। তিনি গতকাল রোববার মহানগরীর মতিহার থানা আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় রাজশাহী বিশ^বিদ্যালয়ে সাবেক সভাপতি নাবিল আহমেদ, মতিহার থানার সেক্রেটারি রফিক মন্ডলসহ থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগরীর আমির আরও বলেন, শীতবস্ত্র পাওয়া প্রতিটা শীতার্ত মানুষের মৌলিক অধিকার তাই শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়ার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার অবৈধভাবে ভাগাভাগির নির্বাচন করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে ব্যর্থ। তারা যেহেতু জনগণের ভোটে ক্ষমতায় আসেনি তাই জনগণের কল্যাণে তাদের কোন মাথাব্যথা নেই। তিনি অচিরেই নতুন নির্বাচন দিয়ে জনগণের অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার দাবি জানান। অবৈধ নির্বাচনে যারা ভোট দিতে যাইনি তাদের বিভিন্নভাবে জুলুম নির্যাতন করছেন। বিশেষ করে ভোট দিতে না যাওয়ায় রাজশাহী মোহনপুরে জামায়াত কর্মী সাহেব আলী ও তার ভাই আফসার আলীকে লোহার রড দিয়ে হাত পা ভেঙ্গে দেয় আওয়ামীলীগ সন্ত্রাসীরা। এভাবে তারা সারা দেশে নানা ভাবে হত্যা, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কল্যাণকর রাষ্ট্রের কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যার মাধ্যমে সমাজে ইনসাফ কায়েম ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি নগরীর শীতার্ত মানুষের কল্যাণে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top