জাতীয় সমাবেশ সফল করতে রাজপাড়া থানা জামায়াতের মিছিল

পবা প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ২১:৫২; আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০২:২৭

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী রাজপাড়া থানার উদ্যোগে ১৯জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে- প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে লক্ষীপুর ঝাওতলা মোড় হতে শুরু হয়ে- লক্ষীপুর মোড় দিয়ে সি এন্ড বি মোড়সহ গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লক্ষীপুর মোড়ে পথসভায় মিলিত হয়।

থানা সেক্রেটারি মাহাবুবুর রহমানের সঞ্চলনায়- মিছিলত্তোর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাক্ষ শাহাদাত হোসাইন। এছাড়াও মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ তৌহিদুর রহমান সুইট ও মোঃ নুরুল ইসলাম মনি বক্তব্য রাখেন।

রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি'র নেতৃত্বে প্রচার মিছিলে অংশ নেন- থানা নায়েবে আমির মাওলানা আজমাল হক খান, সেক্রেটারি মাহাবুবুর রহমান, সহকারি সেক্রেটারি বাবর আলী লিটন, শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মকলেসুর রহমান, শরীফ আল মাহমুদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি, মোঃ মনিরুজ্জামান, মোঃ গুলজার হোসেন, মোঃ আব্দুল্লাহিল কাফি, মোঃ শামিমুল ইসলাম প্রমাণিক, মোঃ নূরে আলম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, আবু হানিফ সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ৬ ও ৮নং, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাকিউর রশিদ সঞ্জু ও মোজতোবা খান বাবু।

৭দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ সফল করতে প্রচার মিছিলটি: নারায়ে তাকবীর- আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী- জিন্দাবাদ জিন্দাবাদ, এই দেশ আমার দেশ- বাংলাদেশ বাংলাদেশ, চলো চলো ঢাকা চলো - জাতীয় সমাবেশ সফল করো, বীর জনতা ঐক্য করো- ফ্যাসিবাদ মুক্ত করো, আল্লাহর আইন চাই- সৎ লোকের শাসন চাই, অবিলম্বে জুলাই সনদ- বাস্তবায়ন করতে হবে, মুক্তির একই পথ- ইসলামী বিপ্লব, ১৯জুলাই সমাবেশ- সফল হোক সফল হোক ইত্যাদি শ্লোগানে মুখরিত ছিল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top