চারঘাটে দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৭:২১; আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৩:২৯

ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় রাজশাহীর চারঘাটে দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লূৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী উপ-পরিচালক মোজদার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ ও সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগী কৃষক-কৃষনী রোভিং সেমিনারে ৫০ জন অংশ গ্রহন করে।  



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top