জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ০৮:০৪; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:৫৯

৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টুর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ১৬নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। সেই স্বাধীনতা পরাজিত অপশক্তির উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অন্যতম ধনী দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, কার্যনির্বাহী সদস্য মোঃ ইউনুস আলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন শিখা, রাজশাহী সিটি কর্পোরেশনের জোন কাউন্সিলর মাজেদা বেগম, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাদত হোসেন।

#এমএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top