পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আ. লীগ নিজেদের মতো সমাবেশ করছে: ওবায়দুল কাদের
পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আ. লীগ নিজেদের মতো সমাবেশ করছে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ ০৯:১৪; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৪
 
                                কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আওয়ামী লীগ নিজেদের মতো সমাবেশ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শন করে তিনি এ কথা জানান। বলেন, বিএনপি কোনো উসকানি দিলে উদ্ভুত পরিস্থিতিতে করণীয় ঠিক করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর জেলা সফর শুরু করছেন। আগামীকাল বৃহস্পতিবার যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের এই সফরে বিপুল পরিমাণ জনসমাগমের প্রস্তুতি শেষ করেছেন দলটির নেতারা।
#এমএস

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: