শাপলা চত্বর থেকে জামায়াত কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ১০:৩০; আপডেট: ৮ মে ২০২৫ ০২:৩০

ছবি: সংগৃহীত

মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে জামায়াতের নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের বাধা পেয়ে প্রায় অর্ধশতাধিক জামায়াত-শিবিরকর্মী পাশের একটি গলিতে অবস্থান নেয়।

এর আগে মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। যদিও পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়নি। গতকাল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রফেসর মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানান।

এদিকে সকালে জামায়াতের মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘোষিত কর্মসূচি উপলক্ষে দুপুর ১২টায় মতিঝিল সমাবেশস্থলে যোগ দেবেন তারা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top