শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩ ১৫:৫২; আপডেট: ৫ মে ২০২৫ ২০:১১

- ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটগতভাবে নির্বাচন করতে আওয়ামী লীগের শরিকদের মনোনয়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব? মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেয়া হচ্ছে। দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারে পুরনো অনেক মুখ।

তবে নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top