জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়ে শংকা, আশংকা আছে : কাদের
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:১০; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৬:৩৪

জাতীয় পার্টি নির্বাচনে আসা নিয়ে শংকা, আশংকা থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জোট নিয়ে বিভিন্ন ধরনের শংকা, গুজব, গুঞ্জন আছে।
তবে আমরা সতর্ক আছি। আমাদের বিভ্রান্ত করতে পারবে না। আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে চায়। ১৭ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রে এটা আরেকটা নতুন অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা কাজে লাগাতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ নিয়ে অস্থিরতার কোনো কারণ নেই। তিনি বলেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবার কোনো সুযোগ আমরা রাখি নাই। স্বতন্ত্র প্রার্থীরা আছে। অন্যান্য দলও আছে।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার এলাকায় চারজন, আমার এলাকায় চারজন। সবার এলাকায় আছে। এনিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
কাদের বলেন, এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আরো পারফেক্ট হবে, পরিপূর্ণতা পাবে। জোট নিয়ে নানা গুঞ্জন, শংকা ও গুজব আছে। আওয়ামী লীগ সতর্ক আছে। গুজবে, গুঞ্জনে আওয়ামী লীগ বিচলিত হবে না। আওয়ামী লীগ জেনেশুনে চ্যালেঞ্জ নিয়েছে। সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: