ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:২০; আপডেট: ৫ মে ২০২৫ ০০:৫৬

রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বল হোসেনসহ (৩০) আরও অনেকে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় যান কয়েক শ নেতাকর্মী। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিল তার সমর্থকদের নিয়ে ওই মিছিলে হামলা চালায়। এক পর্যায়ে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: