ভাষানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির আহবায়ক কমিটি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ০০:৪০; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৪

ফাইল ছবি

বাংলার ইতিহাসের গণমানুষের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক সংগঠন বিএনপি।

দিবসটি পালন উপলক্ষে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করেছে দলটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাকি যারা কমিটিতে রয়েছেন তারা হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সারোয়ারী রহমান, লুৎফর রহমান খান আজাদ, সাবিহ উদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, গাজী মাযহারল আনোয়ার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এম এ কাইয়ুম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নজমুল হক নান্নু, আফজাল এইচ খান, আবদুস সালাম, আফরোজা বেগম রিতা, রুহুল কবির রিজভী, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, নুর মোহম্মদ খান, ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ড. আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আ ন ম এহসানুল হক মিলন, আজিজুল বারী হেলাল, নুরে আরা সাফা, মীর সরাফত আলী সপু, গৌতম চক্রবর্তী, শিরিন সুলতানা, হুমায়ুন ইসলাম খান, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, তাইফুল ইসলাম টিপু, মোহাম্মদ মুনির হোসেন, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম আলিম, আসাদুল  করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার রুমিন ফারহানা, কাজী আবুল বাশার, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, রাবেয়া সিরাজ, ফকির মাহবুব আনাম স্বপন প্রমুখ।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top