৩০ জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি স্থগিত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৪ ১৯:৫২; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৭:৩৬

ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবারের (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

গত শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০ জানুয়ারি সারা দেশে ওই কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, বিএনপি ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা করেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top