আমুর বাসা থেকে ডলারসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪ ০৮:৪৩; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৫৫

সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার, ইউরোসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন।
আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য।
আপনার মূল্যবান মতামত দিন: