‘ইয়াবা গডফাদার’ খ্যাত সাবেক এমপি বদি গ্রেফতার
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪ ২৩:১৭; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৩:১৮

‘ইয়াবা গডফাদার’ খ্যাত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৫। এছাড়া সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, বদিকে কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা হত্যাচেষ্টার একটি গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৮ আগস্ট আবদুল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে বদিসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারের পর বদিকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকায় পৃষ্ঠপোষক হিসেবে বদির নাম রয়েছে। তালিকায় গডফাদার হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম।
গত দুই মেয়াদে এমপি পদে না থাকলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে বারবার বদি আলোচিত-সমালোচিত হয়েছেন। স্ত্রীকে সামনে রেখে বদিই মূলত সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বজায় রাখেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগও রয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির নেতারা আত্মগোপনে চলে যান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক প্রভাবশালী মন্ত্রী এবং সংসদ সদস্যও।
আপনার মূল্যবান মতামত দিন: