১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৯:০২

ছবি: সংগৃহীত

আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ঢাকায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দলটির নির্ভরযোগ্য সূত্র, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

ছাত্র-জনতার অভুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৭ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিডিও বার্তা প্রচার করা হয়। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top