বিএনপির রোববারের সমাবেশ স্থগিত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৯:১৩

ছবি: সংগৃহিত

প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল রোববারের গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে। সেটি ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থিত থাকবেন।

১৫ সেপ্টেম্বরের কর্মসূচি অন্যান্য বিভাগীয় শহর গুলাতে র‍্যালি কর্মসূচি পালিত হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top