দেশে সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোন আন্দোলন না করার আহ্বান বিএনপির

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ১৬:১২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৩:৪৭

ছবি: সংগৃহীত

দেশে সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোন আন্দোলন না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। যৌক্তিক সময় পার হলেই নির্বাচনের জন্য বিএনপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারী দেন তারা। বলেন শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিচার করতে হবে।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু সাধারণ মানুষের মনে এখনো শান্তি আসে নাই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, শিল্পকারখানায় অস্থিরতাসহ বিভিন্ন সমস্যা তৈরি করছে পরাজিত শক্তি।

তিনি বলেন, সকল সংস্কার একসাথে সম্ভব নয়, এতে বিশৃঙ্খলা বাড়বে। যতদ্রুত সম্ভব জনগণের নির্বাচিত সরকার আসলে স্থিতিশীলতা আসবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে বাতিল করার দাবি জানান তিনি।

এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ বিশ্বাস করে এই সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু তাদের অনেকেরই জনগণের সাথে কোন সম্পর্ক নেই। সরকারের উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে। দেশে যাতে কোন সাংবিধানিক সংকট তৈরি না হয় সেদিকে সজাগ থাকার আহবান জানান গয়েশ্বর চন্দ্র রায়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top