আলেমরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেননি: ধর্ম উপদেষ্টা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ২২:৫৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪০

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, তারা দেশপ্রেমিক নয়।’ তিনি বলেন, কোনো আলেম দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করেননি।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল্-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, তা সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হয়েছে, কিন্তু এই টাকা দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে।’
হিলির বিভিন্ন সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে। আগামী নির্বাচন জিতে যারা ক্ষমতায় আসবেন, তারা সময় পেয়ে সমস্যাগুলোর সমাধান করবেন। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আমার দফতরের কাজ নয়। তবে যারা এসব দপ্তর নিয়ে কাজ করছেন, তাদের কাছে বিষয়গুলো তুলে ধরবো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার নিয়ে কাজ করছে।’
আপনার মূল্যবান মতামত দিন: