৫ আগস্টের পর আ.লীগের পাঁচজনও মারা যায়নি: ডা. শফিকুর রহমান
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ১৬:১৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৩২

ক্ষমতা হারালে তাদের পাঁচ লাখ নেতাকর্মী মারা যাবে, আওয়ামী লীগ নেতারা এমন কথা বললেও ৫ আগস্টের পর তাদের পাঁচ জনও মারা যায়নি। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমির নূরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, গত সরকারের সাড়ে ১৫ বছরে জামায়াতে ইসলামি সবচেয়ে বেশি জুলুমের শিকার হলেও আওয়ামী লীগের ওপর কোনো প্রতিশোধ নেয়নি জামায়াত। নিত্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শও দেন জামায়াতের আমির। পোশাক খাতের অস্থিরতার মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে স্বার্থান্বেষী মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা তার।
ব্যক্তি ও দলীয় স্বার্থ পরিহার করে জাতীয় প্রয়োজনে সবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মনে করেন ডা. শফিকুর রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: