ধামইরহাট পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২; আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ বছর অপেক্ষার পরে আগামি ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ইতিমধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।
উক্ত দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোট ৬জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে ২জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬জন প্রার্থী লড়াই করবেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন নওগাঁ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীবৃন্দ।
পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শহিদুর রহমান সরকার ছাতা মার্কা, নূরুল ইসলাম চেয়ার মার্কা, আজমল হোসেন চৌধুরী শাহান হরিণ মার্কা, হাবিবুর রহমান আনারস মার্কা, আমিরুল ইসলাম মোটরসাইকেল মার্কা এবং মফিজ উদ্দিন খেঁজুর গাছ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে সাধারণ সম্পাদক পদে রেজুয়ান হোসেন রঞ্জু ফুটবল মার্কা এবং আনোয়ারুল ইসলাম মোরগ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান বাইসাইকেল মার্কা, শাহিনা খাতুন গোলাপফুল মার্কা, মোস্তাফিজুর রহমান কাপ পিরিচ মার্কা, সাব্বিার হোসেন টিউবয়েল মার্কা, মনিরুল ইসলাম মই মার্কা এবং মিজানুর রহমান হাতি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দ থেকে শুরু করে সুষ্ঠভাবে নির্বাচনের সকল দায়িত্ব পালন করবেন আহবায়ক হিসেবে নওগাঁ জেলা বিএনপির সদস্য এস.কে.এম ইকবাল রাব্বি এবং সদস্য হিসেবে নুর-ই-আলম মিঠু, আসাদুল ইসলাম মনির, প্রভাষক জালার উদ্দিন ও আরিফুল ইসলাম চপল।
আপনার মূল্যবান মতামত দিন: