ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক বিকেলে
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬ ১২:৪৭; আপডেট: ৮ জানুয়ারী ২০২৬ ১২:০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল ফুল ইসির সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরবে।
বুধবার (৭ জানুয়ারি) দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি ফুল কমিশনের সঙ্গে বৈঠক করবে। বৈঠকটি বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আপনার মূল্যবান মতামত দিন: