সেই মঞ্চ গুটাতে হল কাদের মির্জার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৫; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০০:১৮

মঞ্চস্থলে কাদের মির্জা।

দীর্ঘ দেড় মাস ধরে অস্থায়ী মঞ্চ গেড়ে নানা বক্তব্য দিয়ে আসছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে মঞ্চ সরানোর কার্যক্রম শুরু হয়।

নিজের মঞ্চ সরানোর সময় উপস্থিত তিনি স্বশরীরে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সেই মঞ্চস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার নির্বাচনের পর থেকেই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের রূপালি চত্বরে বাঁশের খুটি পুঁতে ও কাঠ দিয়ে মঞ্চ তৈরি করে এখানে তার নানা কর্মকান্ড পরিচালনা করে আসছেন। অন্তত দেড় মাস ধরে এ মঞ্চে তিনি দলীয় নেতাকর্মীদের নামের সঙ্গে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগের তকমা মাখেন। অবশেষে মঙ্গলবার রাতে ওই মঞ্চটি তিনি সরিয়ে নেন।

মুঠোফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

এই বিষয়ে পরে কথা হয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনির সঙ্গে। তিনি জানান, আবদুল কাদের মির্জাকে তার মঞ্চ সরিয়ে নিতে বলা হলেও তিনি তা নেননি। প্রশাসন মঞ্চের কাছ থেকে সরে গেলে তিনি পুনরায় সেখানে কর্মসূচি করার চেষ্টা করেন।

পরবর্তীতে রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমাসহ পুলিশ ঘটনাস্থলে গেলে তিনি মঞ্চটি সরিয়ে নেন।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top