পাকিস্তানকে ১ রানে পরাজিত করল জিম্বাবুয়ে!

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৭:৫৭; আপডেট: ১ মে ২০২৫ ০৩:০৭

ছবি ফাইল

১৩০ রানের স্বল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে ক্রেগ আরভিনের দল।

প্রথমে মনে হয়েছিল স্বল্প রানের টার্গে খুব সহজেই উতরে যাবে বাবর আজমের দল। কিন্তু মাঠের খেলাই যেখানে শেষ কথা সেখানে মনে হওয়ায় কিছু যায় আসে না।

ব্রাডস ইভান বাবর আজমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানি ফেরান রিজওয়ানকে। ভাঙনের পর হাল ধরার চেষ্টা করেন শান মাসুদ। লুক জংয়ের শিকার হয়ে ফেরেন ইফতেখার। শাদাব খানকে ফিরিয়েছেন সিকান্দার রাজা।

হায়দার আলির পর থিতু হওয়া শান মাসুদকেও ফেরান সিকান্দার। তারপর চলে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে মোহাম্মদ নওয়াজের ম্যাচ বাঁচানোর চেষ্টা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top