বাংলাদেশকে সবচেয়ে বাজে দল আখ্যা দিলেন আকাশ চোপড়া

রাজ টাইমস | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ ১৩:০৪; আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:০২

ছবি: সংগৃহীত

বড় স্বপ্ন বাস্তবায়নে কাজের কাজটি করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। একে একে চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে সাকিব আল হাসানের দল। ফলে দলটিকে নিয়ে বিভিন্ন মহলে হচ্ছে সমালোচনা, যেখানে যোগ দিয়েছেন ভারতের ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বাংলাদেশকে সবচেয়ে বাজে দল হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪৯ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে টাইগাররা। ম্যাচটির পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন আকাশ চোপড়া। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

আকাশ চোপড়া বলেছেন, ‘বাংলাদেশের বোলিং খুব সাধারণ মানের লেগেছে। ৫টি ম্যাচ খেলে একটিতে জিতেছে। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ২০ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া একটি দলের এমন পারফরম্যান্স আসলে বিরক্তিকর। আমার মনে হচ্ছে, বাংলাদেশ এই বিশ্বকাপের সবচেয়ে বাজে পারফর্ম করা দলগুলোর একটি। তবে ওদের সমর্থকদের আবেগকে আমি শ্রদ্ধা করি।’

ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এটি তো তাদের পরিচিত কন্ডিশন। তারা তো এই উপমহাদেশেই খেলে। এখানে খারাপ করার কথা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের। কিন্তু তারা ভালো খেলছে। আর বাংলাদেশ সাধারণ মানের খেলা দেখাচ্ছে। আফগানিস্তান দুটি ম্যাচ জিতেছে। যদি আফগানিস্তান এমন খেলতে পারে, তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়? আমার মনে হয়, সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আফগানিস্তান এগিয়ে।’

আকাশ চোপড়া আরও বলেন, ‘তবে হ্যাঁ, মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করতেই হবে। তিনি সেঞ্চুরি করেছেন। আমি বলতে চাই, তিনি অসাধারণ করেছেন। পুরো তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু বাকিরা যা করেছেন তাতে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। বাংলাদেশের সমস্যাটা খুঁজে বের করা উচিত। অন্যরা পারলে তারা পারবে না কেন?’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top