নেদারল্যান্ডসের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশ: আকরাম

রাজ টাইমস | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ১০:০৭; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৪৯

বিসিবি পরিচালক আকরাম খান। ছবি: সংগৃহীত

বাস্তবতা মেনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। মনে করিয়ে দিলেন, কোচ- টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটাররা পরস্পর পরস্পরকে সম্মান না করলে, এমন পরিস্থিতি থেকে বের হওয়া অসম্ভব। তবে যেকোনো পরিস্থিতিতে বোর্ড, ক্রিকেটারদের পাশে থাকবে বলেও জানান তিনি। তার মতে, একটা জয়ই বদলে দিতে পারে গোটা প্রেক্ষাপট।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস যতক্ষণে বিমানবন্দরে পৌঁছালেন ততক্ষণে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কলকাতায় পৌঁছেছেন। জালাল ইউনুসের সঙ্গে আরেক পরিচলক আকরাম খানকে ক্যামেরাবন্দী করা গেলেও, ক্যামেরাবন্দী করা যায়নি বোর্ড সভাপতি কিংবা ভারতে যাওয়া বাকি পরিচালকদের।

টাইগার ডাগউটে অস্বস্তিকর ল্যু হাওয়া দূরে ঠেলে সমর্থকদের মতোন তাদেরও দৃষ্টি বাকি চার ম্যাচে। তবে অবস্থাটা এমন পুঁচকে প্রতিপক্ষ হলেও নেদারল্যান্ডস ম্যাচে অপেক্ষা করছে স্নায়ুর পরীক্ষাও।

গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘চাপে অবশ্যই বাংলাদেশ থাকবে। কারণ নেদারল্যান্ডসের তো হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি হারে সেটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তবে বাংলাদেশ এর চেয়ে বেশি চাপে থেকেও অনেক ভালো পারফরম্যান্স করেছে। সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু সিনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, এমন মনোভাব নিয়ে খেলতে থাকলে ম্যাচ জিততে পারব না। ম্যাচের শুরু থেকে পজিটিভ মনোভাব থাকতে হবে।’

টানা চার হারে বিপর্যস্ত দলের কাছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের বার্তা আকরাম খানের। মনে করিয়ে দিলেন যেকোনো পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকবে বিসিবি।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘খেলা এবং খেলার বাইরের কারণে সবাই চাপে আছে। একটা কথা আমি সব সময় বলে আসছি, সবাইকে সবার সম্মানটা দিতে হবে। সিনিয়র, জুনিয়র সবাইকে মূল্যায়নটা দিতে হবে। নয়তো আপনি তাদের থেকে ভালো পারফরম্যান্স পাবেন না। আমার কাছে মনে হয়েছে এ জিনিসটার ঘাটতি আছে।’

ভারতের অন্য ভেন্যুর তুলনায় এ ম্যাচে টাইগারদের পক্ষে গলা ফাটাবেন হাজারো সমর্থক। সঙ্গে বোর্ড কর্তাদের এমন উপস্থিতিতে ডাচদের বিপক্ষে ম্যাচ থেকেই হোক টাইগারদের নতুন শুরু। ইডেন গার্ডেন্সে শনিবার (২৮ অক্টোবর) ম্যাচ গড়াবে দুপুর আড়াইটায়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top