২৭ রানেই ২ উইকেট হারাল ভারত

রাজ টাইমস | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:৩৩; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৪০

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ১৩তম আসরের ২৯তম ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ইংরেজরা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।

আর ভারত বিশ্বকাপের স্বাগতিক এবং এবারের আসরের হট ফেভারিট। আসরের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

আজকের আগে ভারত নিজেদের প্রথম পাচ ম্যাচে টানা জিতে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে। আর ইংল্যান্ড নিজেদের প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে ভারত। ২৭ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে।

ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির বলে বোল্ড হয়ে ফিরেছেন ভারতীয় তারকা ওপেনার শুভগামন গিল। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top