ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলো না ইংল্যান্ড, সেমিফাইনালে ভারত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ২২:২৪; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৫৭

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলো না ইংল্যান্ড। হেরেই চলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতকে অল্প রানে আটকে দিয়েও শেষ রক্ষা হলো না। দ্বিতীয় জয়ের সন্ধানে হারলো টানা চার ম্যাচে, ছয় ম্যাচে জয় মাত্র ১টি! ফলে গত আসরের চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবেই ছিটকে গেলো ভারত বিশ্বকাপের শেষ চারের দৌড় থেকে।
বিপরীতে ছয়ে ছয় ভারতের। নিজেদের মাটিতে বিশ্বকাপের পূর্ণ ফায়দা নিচ্ছে স্বাগতিকরা। সবার আগে নিশ্চিত করলো সেমিফাইনাল। আজ ইংলিশদের ১০০ রানে হারিয়ে শেষ চারে উঠে গেল ভারত।
ভারত রত্ন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে অবশ্য ভালো সংগ্রহ পায়নি ভারতও। কোনো রকমে পার করে দুই শ’। শেষ পর্যন্ত ৯ উইকেটে সংগ্রহ করে ২২৯ রান। জবাবে ৫০ পেরোতেই ৫ উইকেট হারিয়ে ফেলা ইংলিশরা শেষ পর্যন্ত পৌঁছায় ৩৪.৫ ওভারে ১২৯ রানে।
২৩০ রানের সহজ লক্ষ্য। স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অনায়াসেই পাড়ি দেয়া যায়। হয়তো অনেক ভারতীয় সমর্থক পরাজয়ের মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিল প্রথম ইনিংস শেষে। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদেফ দাঁড়াতেই দেননি ভারতীয় পেসাররা। শুরুতেই ভেঙে দেন ইনিংসের মেরুদণ্ড।
৫০ ওভারের শেষ দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেন বুমরাহ। ভেঙে দেন ইংলিশদের টপ অর্ডার। ডেভিড মালান ১৭ বলে ১৬ রান করলেও জো রুট ফেরেন গোল্ডেন ডাক মেরে।
পরের আঘাত আনেন শামি। চারে নামা বেন স্টোকসকেও ডাক উপহার দেন তিনি। ৮ ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরের ওভারে এসে শামি ফেরান জনি বেয়ারেস্টোকেও। ২৩ বলে ১৪ করেন এই ইংলিশ ওপেনার।
বিপদে ত্রাতা হতে পারেননি জশ বাটলার। ইংলিশ অধিনায়ককে ফেরান কূলদীপ যাদব। ২৩ বলে ১০ রান আসে তার ব্যাটে। ১৫.১ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। সহজ লক্ষ্যটাও যেন হয়ে উঠে পাহাড়সম।
মইন আলি আর লিয়াম লিভিংস্টোন খানিকটা চেষ্টা করেন, তবে তাদের প্রতিরোধ দীর্ঘ হতে দেননি শামি। মইনকে ফেরান ৩১ বলে ১৫ রানে। তিন অংকে পৌঁছার আগে আরো দুই উইকেট হারায় ইংল্যান্ড। লিভিংস্টোন ফেরেন ৪৬ বলে ২৭ করে।
শেষ পর্যন্ত ডেভিড উইলির ১৬ ও আদিল রাশিদ ১৩ রানে ১০০ পেরোয় ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত হারতে হয় ১০০ রানে। মাত্র ২২ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ শামি। ৩২ রানে ৩ উইকেট নেন বুমরাহ। কুলদীপ যাদবের ঝুলিতে যায় জোড়া উইকেট।
আপনার মূল্যবান মতামত দিন: