৩০ বছরের পর রোনালদোর ৪০০ গোল
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ২১:০৩; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:০৬
-2023-11-05-21-03-05.jpg)
বয়স ৩৮, কিন্তু মাঠের পারফরম্যান্সে পড়ছে না এর কোন ছাপ। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ম্যাচে দারুণ খেলে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলের দেখাও পাচ্ছে প্রায় নিয়মিত।
সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল ২-০ গোলে আল খালিজকে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধে নাসরকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেরিক লাপোর্তে।
এই ম্যাচে জালের দেখা পেয়ে ৩০ বছর বয়সের পর ৪০০ গোল পূর্ণ করেন পর্তুগিজ তারকা রোনালদো।
২৬তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বল নিয়ে ছুটে যান রোনালদো। ডিফেন্ডারকে বোকা বানিয়ে পজিশন ঠিক করে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকেই বুলেটগতির শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
সৌদি লিগে চলতি মৌসুমে এটি রোনালদোর দ্বাদশ গোল। আর তাতে গত আগস্টে ফুলহাম থেকে আল হিলালে যোগ দেওয়া অ্যালেকজান্ডার মিত্রোভিচকে সরিয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড।
আপনার মূল্যবান মতামত দিন: