উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে কুমিল্লা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ১৫:৫৭; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০৯:৩৯

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। মাঠে গড়াল দেশ সেরা এই প্রতিযোগিতার দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সর্বোচ্চ শিরোপাজয়ী দু’দল। লড়াইয়ে নেমেছে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার ঢাকা-কুমিল্লার লড়াই দিয়ে শুরু হয়ে গেল শিরোপার দৌড়। মিরপুর শের-ই-বাংলায় খেলছে দু’দল। টসে হেরে আগে ব্যাট করছে কুমিল্লা। খেলা শুরু হয় বেলা আড়াইটায়।

এই ম্যাচ দিয়েই বিপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেবেন তিনি। বিপরীতে এক আসর পর আবারো নেতৃত্বে মোসাদ্দেক হোসেন সৈকত। দুর্দান্ত ঢাকার অধিনায়ক তিনি।

বিপিএলের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। দেশী-বিদেশী তারকা ক্রিকেটারদের নিয়ে এবারো শিরোপা ধরে রাখার মিশন গোমতীপাড়ের দলটির। বিপরীতে বুড়িগঙ্গা পাড়ের দলটি শিরোপা জিতেছে তিনবার। এবার সংখ্যাটা বাড়িয়ে নিতে চায় তারা।

দু’দলই নেমেছে নিজেদের সেরা শক্তি নিয়েই। তবে একাদশে এক বিদেশী কম নিয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ন্স। তবে চার বিদেশী রেখেছে ঢাকা।

দুর্দান্ত ঢাকা একাদশ

মোসাদ্দেক হোসেন (অধিনায়ক) তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি, ইরফান শুক্কুর, সাইফ হাসান, নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, উসমান কাদির, চতুরঙ্গা ডি সিলভা, ক্রসপুল্লে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহিদুল ইসলাম, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথু ফ্রড, মুশফিকুর রহমান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top