পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের আবারো জয়, ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ১৯:০২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১১:৪৭

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে দুবার করে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে অপরাজিত থেকে শিরোপা জয়ের সম্ভাবনা জাগাল স্বাগতিক মেয়েরা, বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় টিম টাইগ্রেস।

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে এক শ’র মধ্যে আটকে অনায়াস জয় তুলে নেয় সুমাইয়া আক্তারের দল। ২ ফেব্রুয়ারি আসরের ফাইনাল। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে সফরকারী দল। সামিয়া আফসার ৫৮ বলে ৪৮ রান করেন। আরিশা আনসারি করেন ২৬ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অংক।

বলে-ব্যাটে দুর্দান্ত ফর্মে থাকা রাবেয়া খান ৪ ওভারে ১৬ রানে তুলে নেন ২টি উইকেট। বাকি তিন ব্যাটার রান আউটের শিকার হন।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। ১ রানে সুমাইয়া আক্তার সুবর্ণা ফেরেন রানের খাতা খোলার আগেই।

সুমাইয়া আক্তারের লড়াকু ইনিংসে ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিক দল। টাইগ্রেস অধিনায়ক ৩৮ রানের ইনিংস খেলেন। আফিয়া আসিমা ইরা ১৬ ও ইভা করেন ১৪ রান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top