সোমবার একাদশ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪ ২৩:২৬; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৩৫

আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবার অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এই আসরের জন্য সোমবার (১৪ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এদিনই দল গুছিয়ে নেবে সাত ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলে এবার অংশ নেবেন ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। চারবার শিরোপা জিতে টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে অংশ নিচ্ছে না।
এ বছর জানুয়ারিতে অনুষ্ঠিত দশম আসরে তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়।
বিপিএল নিয়ে অনেক বিতর্ক। প্রথমত, এই টুর্নামেন্ট অলাভজনক এবং ক্রমেই জনপ্রিয়তাও হারাচ্ছে। পাশাপাশি টিকিটের কালোবাজারি, ফ্র্যাঞ্জাইজিগুলোর সঙ্গে গভর্নিং কাউন্সিলের বৈরি সম্পর্ক, হুটহাট ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল, খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করাসহ নানা অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবার বিপিএলে ইতিবাচক অনেক পরিবর্তন দেখতে চান। আজ রোববার সভা শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি।’
এখানে তিনি সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগাতে চান। তিনি বলেন, ‘বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। তবে আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তাঁর সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’
ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, ‘বিপিএলকে কীভাবে আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃত করা যায় এবং কী কী নতুনত্ব যুক্ত করা যায়, তা থেকে বিসিবি আজ একটা প্রেজেন্টেশন দিয়েছে। স্যারও আরও বিস্তারিত আইডিয়া দিয়েছেন। দিন দুয়েকের মধ্যে আমরা আবারও বসব। আমরা চাই এবারের বিপিএলটাকে নতুন করে সাজাতে এবং এবারের বিপিএল যেন আমাদের ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা নিয়ে আসে।’
তিনি বলেছেন, দর্শকদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে দেশের সেলিব্রেটি এবং কিংবদন্তি ক্রিকেটারদের এর সঙ্গে যুক্ত করা হবে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘চমৎকার কিছু আইডিয়া আছে। আমরা চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করতে। আপনারা এই বিপিএলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, যেটাতে আপনাদের সম্পৃক্ততা থাকবে। দর্শক, মিডিয়া—সবাই যেন টুর্নামেন্টটার সঙ্গে সম্পৃক্ততা অনুভব করে।’
সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। সম্প্রতি ভারত সফরে কানপুর টেস্টের আগে সাকিব ঘোষণা করেন, দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এই সংস্করণকে বিদায় জানাতে চান তিনি। তবে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ক্রীড়া উপদেষ্টা যদিও সাকিবের ফেরা বা পরবর্তীতে দেশ ছাড়া নিয়ে সমস্যার কিছু দেখছেন না।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘(সাকিব আল হাসানের) দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা না, আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় উত্তর দিতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল স্যার (আইন উপদেষ্টা) এর মধ্যেই বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই আসলে যে মামলা হয়েছে, হত্যা মামলা, সেখান থেকে নাম বাদ পড়ে যাবে।’
আপনার মূল্যবান মতামত দিন: