নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিল ভারত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৪০; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:২১

ছবি: সংগৃহিত

১৮৮৭ সালে প্রথম ইনিংসে ৪৫ রান তুলেও সিডনিতে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। পরের বছর লর্ডসে অস্ট্রেলিয়া জিতেছিল ৬০ রানে অলআউট হয়েও। ১৩৬-১৩৭ বছর আগের সেসব স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি ভারত?

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের সেঞ্চুরি ও ঋষভ পন্তের ৯৯ রানে ভর করে ৪৬২ রানে অলআউট হয়েছে। ভরাডুবি কাটিয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড ৪ বল মোকাবেলার পর বৃষ্টি ও আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায়। দিনশেষে অতিথি দলের সংগ্রহ ০/০। রোববার পঞ্চম ও শেষদিন মীমাংসা হবে ম্যাচের।

আজ শনিবার চতুর্থ দিন ভারত ৩ উইকেটে ৩৪৪ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সরফরাজ ১২৫ ও ঋষভ পন্ত ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৯০ মিনিট পর খেলা পুনরায় শুরু হলে সরফরাজ দেড়শ পূর্ণ করে আউট হয়ে যান। আর পন্ত সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৯৯ রানে ফিরেছেন সাজঘরে (৪৩৩/৫)। এরপর দেখতে না দেখতে ৪৬২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট ভারত, দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে হারাল শেষ ৭ উইকেট! প্রথম ইনিংসে নতুন বলে বিধ্বস্ত হয়েছে তারা, দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় নতুন বলে সর্বনাশ ঘটে স্বাগতিকদের। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক সমান তিনটি করে এবং আজাজ প্যাটেল দুটি উইকেট নেন। প্রথম ইনিংসে হেনরি পাঁচটি ও রুর্ক চারটি উইকেট নেন।

এর আগে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে (১৩৪) ভর করে শুক্রবার ৪০২ রান করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৫৬ রানে পিছিয়ে থেকে ওইদিন ব্যাটিংয়ে নেমে ৯৫ রানের মধ্যে জশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মাকে হারায় ভারত। বিরাট কোহলি ও সরফরাজ ১৩৬ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান দলে। যদিও দিনের শেষ বলে কোহলি সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ৭০ রান করেন। তখন দলের সংগ্রহ ছিল ২৩১/৩। আজ সেখান থেকে আরেকটি ১৭৭ রানের জুটি গড়েন সরফরাজ ও পন্ত।

লাঞ্চের আগে ২২ ওভারে বোর্ডে ১১৩ রান যোগ করেন সরফরাজ ও পন্ত। এ পথেই ১১০ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন সরফরাজ। আগের ৩ টেস্টে তিনটি ফিফটি করেন মুম্বাইয়ের ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি রয়েছে তার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েও দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি, যা ভারতে সপ্তম নজির।

১৮৮৭ সালে প্রথম ইনিংসে ৪৫ রান তুলেও সিডনিতে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। পরের বছর লর্ডসে অস্ট্রেলিয়া জিতেছিল ৬০ রানে অলআউট হয়েও। ১৩৬-১৩৭ বছর আগের সেসব স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি ভারত?



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top