বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু শনিবার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৯

ছবি: সংগৃহীত

চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আজ। ভারত-ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষে শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই।

এরই মধ্যে সুপার ফোরের চার দল নিশ্চিত হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপের দল হিসেবে স্থান পেয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

সুপার ফোরের খেলা হবে রবিন লিগ রাউন্ড পদ্ধতিতে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার ফোরের চার দল একে অপরের বিপক্ষে একবার করে লড়বে। অর্থাৎ, প্রত্যেক দল তিনটি করে ম্যাচ পাচ্ছে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।

সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচে মাঠে নামার পর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। । এরপর ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে লিটন দাসের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top