ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫২; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৬

এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে আজ জিতলেই এক পা এগিয়ে যাবে লিটন দাসের দল। এমন ম্যাচে ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক লিটন।
তার পরিবর্তে অধিনায়কত্ব করতে নেমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জাকের আলী অনিক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
মূলত উইকেট দেখেই রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাকের। টসের পর জাকের বলেছেন, রান তাড়া করতে চায় বাংলাদেশ। পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। এ ছাড়া লিটন দাস চোটের কারণে খেলতে পারছেন না, জানিয়েছেন সেটিও।
আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। লিটন দাস না থাকায় তার জায়গায় ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। দলে ফিরেছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: