সোনা জিতলেও অলিম্পিকে ওড়ে না তাঁদের পতাকা, বাজে না জাতীয় সংগীত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ আগস্ট ২০২১ ১৫:৩১; আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:৪৬

ছবি: সংগৃহিত

সোনা জয়ের পর পোডিয়ামে উঠলে রাশিয়ান অ্যাথলেটদের জন্য জাতীয় সংগীত বাজে না। সেটির পরিবর্তে অ্যাথলেটরা শোনেন পিওতর তায়কোভস্কির পিয়ানোর সুর। সোনা জয়ের আনন্দে রাশিয়ানরা গায়ে জড়াতে পারেন না দেশের পতাকা, তাঁদের মাথার ওপর ওড়ে অলিম্পিকের প্রতীক খচিত সাদা এক টুকরো কাপড়। আবেগে-আনন্দে উদযাপনেও মাততে পারেন না এই অ্যাথলেটরা, পেছন থেকে শুনতে হয় নানা টিপ্পনী কিংবা কড়া সমালোচনা!

কটু কথা-সমালোচনা শুনতে হবে; বিষয়টি মাথায় রেখেই এবারের টোকিও অলিম্পিকে খেলতে এসেছেন রাশিয়ার ৩০০-এর বেশি অ্যাথলেট। এবারের অলিম্পিকে তাঁরা অংশ নিচ্ছেন ৩০টি খেলায়। এখন পর্যন্ত ১০ সোনাসহ ৩৪ পদক জিতে রাশিয়া অলিম্পিক কমিটি বা আরওসি উঠে এসেছে পদক তালিকার সেরা চারে। এমন সাফল্যের পরও স্বস্তি নেই রাশিয়ান অ্যাথলেটদের মনে। জিতলেই শুনতে হয় ‘ডোপ পাপী’ কথাটা!

তিন আসর ধরে অলিম্পিকের পতাকার তলে খেলছে রাশিয়া
২০১৪ সোচি উইন্টার অলিম্পিকসে সর্বোচ্চ সোনা জিতেছিলেন রাশিয়ার অ্যাথলেটরা। সে বছরই প্রকাশ্যে আসে, ডোপের কারণেই এত সাফল্য তাঁদের। ২০১৬ সালে বড় বড় সংবাদমাধ্যমের খবর, রাশিয়ান সরকারের সহায়তায় ডোপ নিচ্ছেন অ্যাথলেটরা। সে কারণে রিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামতেই দেওয়া হয়নি রাশিয়ান অ্যাথলেটদের। পরে অলিম্পিকে নিষিদ্ধ হয় দেশটি। কঠোর ডোপ পরীক্ষার পর আরওসি নামে ২০১৮ পিয়ংইয়ং উইন্টার অলিম্পিকসে খেলার অনুমতি পান ডোপ নেগেটিভ খেলোয়াড়েরা। টোকিওতেও চলছে এ নিয়ম।

ডোপ পরীক্ষায় নেগেটিভ হয়েও শান্তি নেই রাশিয়ানদের। পদক জয়ের পর শুনতে হয় নানা সমালোচনা। গতকাল ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে রাশিয়ান ইভজেনি রাইলভের কাছে হেরে রুপা জিতেছেন আমেরিকান সাঁতারু রায়ান মারফি। খেলা শেষে বলেছেন, ম্যাচে ডোপের গন্ধ পাচ্ছেন তিনি! একই ইভেন্টে ব্রোঞ্জজয়ী ব্রিটিশ সাঁতারু লুক গ্রিনব্যাংকের মন্তব্য ছিল, ‘বিষয়টা একবার ভাবুন, আপনি পুলে নামার আগেও সন্দেহে আছেন যে যাঁদের বিপক্ষে খেলছেন, তাঁরা আসলে সৎ কি না! সরকারের পৃষ্ঠপোষকতায় রাশিয়ানরা ডোপ নিচ্ছে, মিডিয়ায় এমন অসংখ্য খবর শুনেছি। বিষয়টা ভাবলেও ভীষণ হতাশা ঘিরে ধরে।’

ডোপ নিয়ে সমালোচনা শুনতে হয়েছে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকেও।
পরশু রোয়িংয়ে সোনা জিতেছেন দুই রাশিয়ান ভাসিলিসা স্তেপানোভা ও এলেনা ওরিয়াবিনসকায়া। ক্ষোভ থেকে রুপাজয়ী আমেরিকান রোয়ার মেগান কালমোর বক্তব্য ছিল এমন, ‘যাদের এখানে আসাই উচিত না, তাঁদের পেছনে থেকে রুপা জয়ের পর নোংরা এক অনুভূতি হচ্ছে।’

ডোপ নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে টেনিসের দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভকেও। সাংবাদিকের প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন রাশিয়ান এই তারকা, ‘জীবনে প্রথমবারের মতো আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনার নিজের লজ্জা হওয়া উচিত। আর কোনো দিন আপনি আমার সামনে আসবেন না!’

সাঁতারু রায়ান মারফির মন্তব্য টুইটারে পাল্টা জবাব দিয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটি। তারা লিখেছে, নিজের যোগ্যতা দিয়েই ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন ইভজেনি রাইলভ। এ-ও লিখেছে, ‘ভালো লাগুক কিংবা না-ই লাগুক, আপনাকে জানতে হবে কীভাবে হারতে হয়। সবাই কিন্তু হারতে জানে না!’



বিষয়: অলিম্পিক


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top