ফিরেই তামিমের ব্যাটে ঝড়

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৩; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১০:১০

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর তামিম ফিরলেন মাঠে। নেমেই ব্যাট হাতে তুললেন ঝড়। দেখালেন চোটের কারণে মাঠের বাইওে থাকলেও পুরোনো শটগুলো তার সিদ্ধহস্ত।

জিম্বাবুয়ে সফরে গিয়ে শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলে চোট নিয়ে দেশে ফেরেন তামিম। এরপর চলছিল চিকিৎসা আর পুনর্বাসন প্রক্রিয়া। ফলে মাঝে খেলা হয়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ। প্রস্তুতির ঘাটতি থাকায় নাম প্রত্যাহার করে নেন বিশ্বকাপ স্কোয়াড থেকে।   

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম প্রবেশ করেন রোববার দুপুর ১২টার দিকে। এরপর সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি। আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে দেখা যায় তাকে। এ সময় মাঠের চারপাশে খেলেন দৃষ্টিনন্দন কিছু শট। যার বেশিরভাগই উড়িয়ে মারার চেষ্টা ছিল তার। এদিন মাঠে ফিরেই পুরো ৪০ মিনিট অনুশীলন করেন তামিম। পরে ড্রেসিংরুমের পথ ধরেন।

মাঠে ফিরলেও জাতীয় দলের হয়ে ফেরাটা আরও সময় লাগবে তার। এরই মধ্যে অবশ্য নেপালে যাবেন তিনি। খেলবেন একটি ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর তামিম নেপাল যাবেন বলে জানা গেছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top