তফসিল বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
রাজ টাইমস | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১১:০২; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ১৮:০৬
তফসিল বাতিলের দাবি এবং পঞ্চম দফায় দেশব্যাপী ঢাকা সর্বাত্মক অবরোধ সফল করতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেট থেকে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মৎস ভবনের দিকে যায়।
এ সময় তারা তফসিলের বিরুদ্ধে ও অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শিল্পকলা একাডেমিসংলগ্ন চৌরাস্তায় গিয়ে তারা সড়ক অবরোধ করেন।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জ্যেষ্ঠ সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্ ও মাহাবুব আলম শাহিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: