রাকসু নির্বাচনসহ ১৬ দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রাকসু নির্বাচনসহ ১৬ দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৪:২৯; আপডেট: ১৭ মে ২০২৪ ১৫:৪২

অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ১৬ দফা দাবি জানিয়েছে ক্যাম্পাসে ক্রীয়াশীল ছাত্র-সংগঠনগুলো।

বৃহস্পতিবার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলা চত্বরে রাকসু আন্দোলন মঞ্চের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্রনেতারা। এসময় তারা মাসব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর ১৬টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবিলম্বে রাকসু ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর; শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন; বৈধ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে আবাসিক হলে সিট বরাদ্দ; হলে খাবারের মান বৃদ্ধি; কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে সার্বক্ষণিক খোলা রাখা; রুট বৃদ্ধিসহ পরিবহন দফতরে বাস বৃদ্ধি; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন; বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি; পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ করা; সনদ ও নম্বরপত্র উত্তোলন ও সংশোধনে ডিজিটালাইজেশন; ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসণ; ছাত্রী হলে সান্ধ্য আইন বাতিল; বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিল করা; পরীক্ষার উত্তরপত্রে রোল নম্বরের পরিবর্তে কোড সিস্টেম চালু করা; বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিল করা; শাহরিয়ারের মৃত্যুতে ময়না তদন্ত; এই ঘটনায় তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান, হবিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহারাজ, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মিঠু, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈমুল ইসলাম, সম্পাদক রাকিব হাসান, নাগরিক ছাত্র ঐক্যের সম্পাদক মীর আলহাজ, ছাত্র ফেডারেশনের সম্পাদক মোহব্বত হোসেন মিলন, ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শাহরিয়ার প্রমূখ।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top