বার পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণ: প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ১৪:৩৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:৫৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করেন তারা। এসময় আইন অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষানবিশ আইনজীবীদের অধিকার নিশ্চিত করুন’, ‘বৈষম্যমূলক এবং অনায‍্য ফি বাতিল করতে হবে’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’, ‘৪০২০ টাকা মগের মুল্লুক’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই’, ‘১০৮০ টাকা! ৪০২০ টাকা প্রিলি-রিটেন-ভাইবা যাওয়া আসা মোট হল কত টাকা’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল আইনের শিক্ষার্থীদের অভিভাবক। সেই অভিভাবকত্বের জায়গায় না থেকে তারা শিক্ষার্থীদের শোষণ করতে চাচ্ছে। শিক্ষানবিশ আইনজীবীদের ৪০২০ টাকা এনরোলমেন্ট পরীক্ষার ফি নির্ধারিত করা হয়েছে। বাংলাদেশে সরকারি বেসরকারি তথা সমগ্র চাকরির পরীক্ষার ফি ২০০ টাকার বেশি নেই। তাই আমরা শিক্ষানবিশ আইনজীবীদের অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে এই সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করে সহনশীল পর্যায়ে ফি নির্ধারণ করার আহ্বান জানাচ্ছি। শুধু মাত্র একটি সনদ প্রদানের জন্য ৪০২০ টাকা এবং বার কাউন্সিলের তালিকাভুক্তির পর দিতে হবে ৫০ হাজার থেকে ১লক্ষ টাকা। আমরা এই অনায‍্য দাবির প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীরা আরও বলেন, শুধুমাত্র সনদ নেওয়ার জন্যে প্রথমে ১০৮০ টাকা খরচ করে ইনটিমেশন জমা দিতে হয়। তারপর ৪০২০ টাকা দিয়ে পরীক্ষার আবেদন করতে হয়। এরকম প্রহসন কেন করা হবে আমাদের সাথে? যেখানে অন‍্য‍ান‍্য চাকরির পরীক্ষার ফি নিজ দায়িত্বে কমানো হয়েছে সেখানে এইরকম অন্যায্য ফি কেন নির্ধারিত করা হল? বার কাউন্সিল সনদটা কি আলাদিনের চেরাগ? এটা পেলেই কি আমরা লাখ লাখ টাকা আয় করব যে, আমাদের লাখ টাকা দিয়ে সনদ নিতে হবে?



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top