রাবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জসিম-বিজয়

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৫; আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখার ২০২৫-২৬ কার্য বর্ষের সভাপতি পদে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

নব মনোনীত সভাপতি আগে রাবি শাখার যথাক্রমে সহ-সভাপতি ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে রাবি শাখার সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুভূতি প্রকাশ করে নব মনোনীত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘এই সংগঠনের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একইসঙ্গে দায়িত্বেরও। এই দায়িত্ব আমার কাছে আমানত স্বরুপ। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখকদের বুদ্ধি ভিত্তিক এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব'।

নব নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক অংশ। আমাকে এ শাখার সর্বোচ্চ দায়িত্ব দেওয়ায় জন্য সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব ইন শা আল্লাহ'।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top