সম্মাননা পেলেন মাদক মামলার আসামি !

ডেস্ক নিউজ | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২ ১০:৩৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০২:৩৬

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা (সিপিও) দেওয়া হয়েছে মাদক মামলার আসামি উপজেলার সোনামুখী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য উজ্জ্বল কুমার ভৌমিককে। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা দেওয়া হয়। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা গুঞ্জন।

শনিবার উপজেলা পরিষদ হলরুমে কাজিপুর থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে সম্মাননা তুলে দেওয়া হয়েছে ২০১৫ সালের শেষের দিকে ইয়াবাসহ এপিবিএনের হাতে আটক হওয়া মাদক মামলার আসামি উজ্জ্বল কুমার ভৌমিককে। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে কমিউনিটি পুলিশ। তাহলে মাদক মামলার আসামি কিভাবে এ সম্মাননা পায়!

খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠানে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, থানার ওসি শ্যামল কুমার দত্ত, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজিপুর থানা পুলিশ জানায়, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলায় ভালো অবদান রাখায় উজ্জ্বল কুমার ভৌমিক ছাড়াও সম্মাননা পেয়েছেন কাজিপুর থানার এসআই শাহিন মারুফ।

কাজিপুর উপজেলার সাবেক এক ছাত্রলীগ নেতা জানান, উজ্জ্বল কুমার ভৌমিক একজন মাদক মামলার আসামি। তিনি ২০১৫ সালের শেষদিকে সোনামুখী ইউনিয়ন পরিষদ থেকে ২৫ পিস ইয়াবাসহ এপিবিএনের হাতে আটক হয়েছিলেন। মাসখানেক জেলও খেটেছেন।

কমিউনিটি পুলিশিং (সিপিও) সম্মাননা পাওয়া উজ্জ্বল কুমার ভৌমিক অভিযোগ স্বীকার করে বলেন, আমি ২০১৫ সালের শেষের দিকে একটি মহলের চক্রান্তে মাদক মামলার আসামি হয়ে ১ মাস আট দিন জেলে ছিলাম। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। ওই মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকিদের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় হবে। এতে আমি অবশ্যই নির্দেশিত খালাস পাব।

এ ব্যাপারে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্তকে বারবার মোবাইল করা হলেও তিনি রিসিভ করেননি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, উপজেলা পর্যায়ে কমিউনিটি পুলিশিং সম্মাননা স্মারক (সিপিও) দেওয়ার এখতিয়ার কোনো থানার ওসির নেই। আমরা জেলা পর্যায়ে দুজনকে এ সম্মাননা দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে একজন অফিসারকে বলেছি।

সূত্র: যুগান্তর।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top