ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০২:১৩; আপডেট: ১০ নভেম্বর ২০২২ ০২:৩১

ছবি: সংগৃহিত

ফেনী শহরতলীর ফতেহপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

  • বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলা মিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলা মিয়া রাস্তার মাথায় পৌছলে উল্টোপথে চট্টগ্রাম যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), পিরোজপুরের নেছারাবাদ থানার ফোরকান (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ উদ্দিন নামে আরো একজন মারা যান।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে তিনজন মারা যান। হাসপাতালে আনার পর আরো একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গুরুতর আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top