রাজশাহীতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০ ২১:৩৪; আপডেট: ২০ মে ২০২৪ ২১:১৮

নগরীতে ধর্ষণবিরোধী প্রতিবাদ কর্মসূচী।

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে নগরীতে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও গণঅবস্থান কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশজুড়ে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণসহ সব ঘটনার বিচার দাবি করেন।

এ সময় নগরীর সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জেলা নারী মুক্তি সংসদ এবং রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

কর্মসূচীর শুরুতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করে। পরে রাজশাহী জেলা নারী মুক্তি সংসদ এবং রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম একইস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top