দুর্ভোগে রাজশাহী-ঢাকাগামী যাত্রী

ইঞ্জিনের স্প্রিং ভেঙ্গে বিকল বনলতা এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ ০২:৪২; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৫:৪৪

সংগ্রহীত

রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের স্প্রিং ভেঙ্গে যাওয়াই দুর্ভোগে পড়ে যাত্রীরা। রাজশাহী রেল স্টেশন থেকে সকাল সাতটায় ছেড়ে যাওয়া ট্রেনটি সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে পৌঁছানোর পর ট্রেন কর্তৃপক্ষ বুঝতে পারে ট্রেনের সমস্যা হয়েছে।

এসময় ট্রেম কর্তৃপক্ষ বগি চেক করতে গিয়ে পাঁচ নাম্বার ব্লকে যান এবং বগির ‘জ’ বগিতে দেখতে পাই ইঞ্জিনের স্প্রিং ভেঙে গেছে।

ওই ট্রেনের যাত্রী হোসেন জানান, সকাল সাতটায় ছেড়ে আসা ট্রেনটি যমুনা সেতুতে পৌঁছানোর আগে সমস্যা দেখা দেয়। পরে চেক করে ইঞ্জিন বিকল দেখতে পায়। একঘন্টা পরে ওই বগিটি রেখে ট্রেনটি যাত্রা শুরু করে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, ট্রেনটির একটি বগির স্প্রিং ভেঙে যাওয়াই ট্রেন চলাচল প্রায় একঘন্টা বন্ধ থাকে। পরে সেই ট্রেনটি বগি রেখে পুনরায় যাত্রা শুরু করে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top