মাদরাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত, আহত ৩০

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ০১:৩৯; আপডেট: ৫ মে ২০২৫ ০৫:৪৭

ছবি: সংগৃহীত

নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় একটি মাদরাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

বুধবার (৮ মার্চ) সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাদরাসাছাত্রের নাম হিমেল শেখ।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষীপুর মাদরাসায় চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top