নাটোরে প্রাণের কাভার্ডভ্যানে আগুন

রাজ টাইমস | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১০:৫৭; আপডেট: ৩ মে ২০২৫ ২৩:০১

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।

চালকের সহকারী আশিক হোসেন বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে প্রাণের মালামাল আনার জন্য কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো উ ১২-৩৬২৩) করে নাটোর যাচ্ছিলাম। পথে মহাসড়কের আইড়মারী ব্রিজের কাছে ১৫-২০ জন দুর্বৃত্ত গতিরোধ করে। তারা চালককে মারধর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বনপাড়া ফায়ার স্টেশনের মাস্টার আকরামুল হাসান তুষার জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।

রুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top