জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ১

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১১:৩১; আপডেট: ৩ মে ২০২৫ ০৭:৪৩

ছবি: সংগৃহীত

জামালপুরে ক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জামালপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) গোলজার হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top