বাড়ছে শীতের তীব্রতা, দূর্ভোগে ছিন্নমূল মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ ১০:৩০; আপডেট: ২২ মে ২০২৪ ০৮:১৬

সংগ্রহীত

রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা। এতে দূর্ভোগে পড়ছে ছিন্নমূল মানুষ।রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গত দুদিন থেকে উত্তরাঞ্চলের তাপমাত্রার অনেক হেরফের হয়েছে। এরই মধ্যে নওগাঁ জেলার বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে পাল্লা দিয়ে কমছে রাজশাহীর তাপমাত্রা। গতকাল মঙ্গলবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিসক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরআগের দিন সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্র ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যাবধানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হেরফের হয়েছে। তিনি বলেন, প্রথম দফায় আগমী শুক্রবার থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সাথে থাকবে ঘনকুয়াশাও। কারণ দিনের তাপমাত্রা প্রতিনিয়ত কমছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও শ্রমজীবি মানুষ পড়েছেন সবচেয় বেশি বিপাকে পড়েছেন। পাশাপশি শীতজনিত রোগ বালাই বেড়েছে। শিশু, বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।  



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top