১০ ডিগ্রির নিচে নামতে পারে কয়েক জেলার তাপমাত্রা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:১০; আপডেট: ৩ মে ২০২৫ ০৭:১৪
-2023-12-14-23-10-04.jpg)
সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। প্রতিদিনই একটু একটু করে শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় তাপমাত্রা আরও কমার তথ্য জানিয়েছে। অধিদপ্তর বলছে, শীতের অনুভূতি বাড়ার এ ধারা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতের মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে। এমনকি কয়েকটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনের ব্যবধানে আজ বৃহস্পতিবার তা কমে তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
একইভাবে ঢাকায় গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, বৃহস্পতিবার তা দুই২ ডিগ্রি কমে ১৪; রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫, আজ তা তিন ডিগ্রি কমে ১১।
রংপুরে ছিল ১৫.৩, আজ তা ৩ ডিগ্রি কমে ১২.৩। ময়মনসিংহে ছিল ১৬.৮, তা ৫ ডিগ্রি কমে ১১.৭। সিলেটে ছিল ১৭.৫, আজ প্রায় একই ১৭। চট্টগ্রামে ছিল ১৮.৪, আজ ১৭.১। খুলনায় ছিল ১৫.৫, আজ ১৫ এবং বরিশালে ছিল ১৫, আজ তা কমে ১২.৫ ডিগ্রিতে নেমেছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “আজ রাতের পরে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাবে। এ কারণে সেসব জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করবে। এরপর আস্তে আস্তে এটি আরও কিছু এলাকায় বিস্তার করতে পারে। একই সময়ে ঢাকাসহ আরও বেশ কিছু এলাকার তাপমাত্রা দুই-এক ডিগ্রি কমে শীতের তীব্রতা বাড়তে পারে।”
আপনার মূল্যবান মতামত দিন: