চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলেছে সরকার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০২; আপডেট: ১৩ মে ২০২৪ ২১:৩৭

ছবি: সংগৃহীত

রমজানের আগে সরকারি চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। এর কয়েক ঘন্টা পরই এ সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার বরাতে জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলেছে সরকার।

এর আগে আজ সকালে খুচড়া পর্যায়ে প্যাকেটজাত চিনি কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা কেজি নিধারণ করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন নোটিশ জারি করে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top